ব্রাহ্মণবাড়িয়ার স্থগিত ৩ কেন্দ্রে ভোট শুরু

প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া ০৯ জানুয়ারী, ২০১৯

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সোহাগপুর দক্ষিণ সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটারদের সারি। আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, ৯ জানুয়ারি। ছবি: এমদাদুল হকব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের স্থগিত তিনটি কেন্দ্রে আজ বুধবার সকাল আটটা থেকে আবার ভোট গ্রহণ শুরু হয়েছে।

গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় নির্বাচনের ভোট গ্রহণের দিন এই আসনের আশুগঞ্জ উপজেলার তিনটি কেন্দ্রে নানা অনিয়মের ঘটনা ঘটে। সেদিন কেন্দ্রগুলোর ভোট গ্রহণ স্থগিত করা হয়। পরে ভোট গ্রহণের এই তারিখ ঘোষণা করে নির্বাচন কমিশন।

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী উকিল আবদুস সাত্তার ভূঁইয়া তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ও আওয়ামী লীগের নেতা মঈন উদ্দিনের চেয়ে ১০ হাজার ১৫৯ ভোটে এগিয়ে আছেন। এখানে ধানের শীষ প্রতীকে ৮২ হাজার ৭২৩ ভোট পড়েছে। আর কলার ছড়ি প্রতীকে মঈন উদ্দিন পেয়েছেন ৭২ হাজার ৫৬৪ ভোট।

আজ সকালে আশুগঞ্জের দুর্গাপুর ইউনিয়নের সোহাগপুর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পুরুষ ভোটারদের যথেষ্ট ভিড় দেখা গেছে। নারী ভোটারের সংখ্যা ছিল একেবারেই কম। এই কেন্দ্রে মোট ভোটার ৩ হাজার ৮৪০। বুথের সংখ্যা ৭টি। ৪টি বুথে ধানের শীষের পোলিং এজেন্ট দেখা গেছে। ৬টিতে নৌকার এজেন্ট পাওয়া গেছে। তিনটিতে আছেন স্বতন্ত্র প্রার্থীর এজেন্ট।

প্রথম এক ঘণ্টায় নারীদের চার বুথে মাত্র ২৫টি ভোট পড়েছে। তবে তিন শতাধিক পুরুষ ভোটার ভোট দিয়েছেন। কেন্দ্রে ব্যাপক নিরাপত্তা দেখা গেছে। এই কেন্দ্রে প্রশাসনিক দায়িত্বে আছেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তাজিনা সারোয়ার। আইনশৃঙ্খলার দায়িত্বে আছেন সহকারী পুলিশ সুপার (সদর দপ্তর) আবু সাঈদ।

সকাল ১০টার দিকে যাত্রাপুর ইউনিয়নের যাত্রাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটারদের উপস্থিতি কম দেখা গেছে। নারী ভোটাররা অবশ্য আসতে শুরু করেছেন।

স্থগিত হওয়া তিন কেন্দ্রের মোট ভোটার ১০ হাজার ৫৭২ জন। এর মধ্যে যাত্রাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৩ হাজার ৮৪০ জন, সোহাগপুর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৩ হাজার ১৫ জন ও বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৩ হাজার ৭১৭ জন।

মন্তব্য

  • image

    Moniruzzaman

    ০৯ জানুয়ারী, ২০১৯

    ১০০% ভোট কাস্টিং আর ধানের শীষে কোন ভোট না পড়ার সমূহ সম্ভাবনা রয়েছে।

    • image

      নাম প্রকাশে অনিচ্ছুক

      ০৯ জানুয়ারী, ২০১৯

      এটা ভুল, নাটক দেখানোর জন্য নির্বাচন ফেয়ার হয়েছে, তাই ঐক্যফ্রন্টকে জেতানো হবে।

    • image

      Akash Rahman

      ০৯ জানুয়ারী, ২০১৯

      ধানের শীষ এখানে এমনিতেই জিতে আছে। আর ৫০০ এর মত ভোট পেলেই জিতে যাবে।

  • image

    নাম প্রকাশে অনিচ্ছুক

    ০৯ জানুয়ারী, ২০১৯

    'আজ ওই তিনটি কেন্দ্রে সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত একটানা ভোট নেওয়া হবে' আজকে 'লাঞ্চ ব্রেক' হবে না???

  • image

    নাম প্রকাশে অনিচ্ছুক

    ০৯ জানুয়ারী, ২০১৯

    ১ কোটি টাকার ষ্টাম্প পেপারে সই দিয়ে বলতে রাজি, এই আসন ঐক্যফ্রন্টকে উপহার দেওয়া হবে এবং সুষ্ঠু নির্বাচনের একটা নাটক করে দেশের মানুষকে দেখানো হবে।

  • image

    নাম প্রকাশে অনিচ্ছুক

    ০৯ জানুয়ারী, ২০১৯

    কোন দরকার আছে???

  • image

    Asif

    ০৯ জানুয়ারী, ২০১৯

    Ha ha ha .........kisher jhuki ??

  • image

    Taaz

    ০৯ জানুয়ারী, ২০১৯

    এতো পুলিশ প্রিসাইডিং-পোলিং অফিসাররা কি ভালভাবে ভোট গ্রহণের জন্য না-কি জনগণের ভোটাধিকার হরণ করার জন্য। মানুষ এমন আজ্ঞাবহ প্রশাসনের উপর ত্যক্ত-বিরক্ত, ভোটের অনিয়ম নিয়ে কিছু লিখতে চাইলেও শংকা ও ভয় সদা জাগ্রত। বাংলাদেশের ইতিহাসে ফ্রাংকেনস্টাইনের কায়দায় সারাদেশে নতুন ফর্মুলা ও একই সিলেবাসের নির্বাচন আমাদের লজ্জাজনক ইতিহাসকে সমৃদ্ধ করেছে।

  • image

    SUJON KUMAR ROY

    ০৯ জানুয়ারী, ২০১৯

    হঠাৎ বৃষ্টি

  • image

    মনন

    ০৯ জানুয়ারী, ২০১৯

    শক্তিশালী নির্বাচন কমিশনের পবিত্র কাজ!

  • image

    Moniruzzaman

    ০৯ জানুয়ারী, ২০১৯

    তথ্য নিয়ে জানা গেছে তিনটি কেন্দ্রর তালিকাভূক্ত ভোটারদের মধ্যে ৫ শতাধিক মৃত ও প্রবাসী ভোটার রয়েছেন। এ ভোটগুলি কাস্টিং হবার কোন সম্ভাবনা নেই। সুতরাং এত ঢাকঢোল পিটিয়ে এ আয়োজনের কোন অর্থ হয় না।

  • image

    Azizul Hoque

    ০৯ জানুয়ারী, ২০১৯

    এখানে একটা আইওয়াশ হবে, এই কেন্দ্রগুলোতে ধানের শীষ পাশ করবে এবং এই আসন ও ধানের শীষ পাবে ।

  • image

    AKMSeraj

    ০৯ জানুয়ারী, ২০১৯

    তিন কেন্দ্রে মোট ভোটার ১০ হাজার ৫৭২, প্রার্থী এগিয়ে আছেন ১০ হাজার ১৫৯ ভোটে। হাহাহাহাহাহাহাহাহাহা

  • image

    Mohammad Jahir-Raihan

    ০৯ জানুয়ারী, ২০১৯

    ৬টিতে নৌকার এজেন্ট পাওয়া গেছে। Why? What are they doing there as they don't have any candidate.

  • image

    নাম প্রকাশে অনিচ্ছুক

    ০৯ জানুয়ারী, ২০১৯

    সাড়া দেশে ভোট হয়েছে রাতে, এখানে ৩টি কেন্দ্রে দিনে কেন?

সব মন্তব্য