নতুন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী যে বিশ্বাসে তাঁকে এ পদে দিয়েছেন, তিনি সেই বিশ্বাসের মর্যাদা দিতে চান। সে জন্য সকলের সহযোগিতা চেয়েছেন তিনি। নতুন মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নেওয়ার পর আজ বৃহস্পতিবার সচিবালয়ে প্রথম আসেন খালিদ মাহমুদ চৌধুরী। এরপর নিজ কার্যালয়ে কর্মকর্তাদের সঙ্গে পরিচিত সভায় সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
গত সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নতুন মন্ত্রিসভার ৪৭ সদস্য শপথ নেন। নতুন এ মন্ত্রিসভায় ২৭ নতুন মুখের মধ্যে দিনাজপুর-২ (বোচাগঞ্জ এবং বিরল উপজেলা) আসন থেকে নির্বাচিত সাংসদ খালিদ মাহমুদ চৌধুরী একজন। তিনি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকও।
খালিদ মাহমুদ চৌধুরী বলেন, আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে যেসব প্রতিশ্রুতি আছে, সেগুলোর বাস্তবায়নই হবে তাঁর লক্ষ্য।
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ বলেন, গত ১০ বছরে নৌ মন্ত্রণালয়সহ দেশে যে অগ্রগতি হয়েছে, সেটাকে সবাই মিলে ধরে রাখতে হবে। এখানে ব্যক্তিগত কোনো পরিকল্পনার বিষয় নেই। মন্ত্রিসভা যে সিদ্ধান্ত দেবে সেটাই বাস্তবায়ন করা হবে। খালিদ মাহমুদ বলেন, এ জন্য সবার সবার সহযোগিতা দরকার।
নতুন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খানও তাঁর কার্যালয়ে পরিচিতমূলক সভা করেছেন আজ। সেখানে তিনিও উন্নয়ন অগ্রযাত্রাকে এগিয়ে রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
মন্তব্য
মন্তব্য করুন প্রথমআলো.কম এ
Sohel S.parvez
১০ জানুয়ারী, ২০১৯
নেত্রীর বিশ্বাসের মূল্য দিলেই চলবে না খালেদ ভাই।আমাদের সবার আপনাকে নিয়ে অনেক স্বপ্ন।আমি বিশ্বাস করি আপনি পারবেন।আপনাকে পারতেই হবে খালেদ ভাই।বর্তমান মন্ত্রীসভার সবচেয়ে ভদ্র এবং শিষ্টাচার জানা মানুষ আপনি।অভিনন্দন।
Sengupta
১০ জানুয়ারী, ২০১৯
প্রতিশ্রুতি দেয়ার নামে অযথা মিডিয়া কভারেজ বাদ দিন আর কাজ করে প্রমাণ দিন।
রিদওয়ান বিবেক
১০ জানুয়ারী, ২০১৯
দৃশ্যমান অগ্রগতি দেখতে চায় এদেশের জনগণ।বন্দরে পণ্যজট কমাতে কাজ করুন।
নাম প্রকাশে অনিচ্ছুক
১০ জানুয়ারী, ২০১৯
If you are a good human being that is enough for the ministry or state.
নাম প্রকাশে অনিচ্ছুক
১০ জানুয়ারী, ২০১৯
ন্যাক্কারজনকভাবে জনগণের ভোটাধিকার ও বিশ্বাস হরণের পর একজন ব্যক্তির বিশ্বাসের মূল্য দেয়া কি অতি তামাশা নয়? আপনি কি মনে করেন বাংলাদেশের মানুষ বেকুব?
নাম প্রকাশে অনিচ্ছুক
১০ জানুয়ারী, ২০১৯
বাংলাদেশের মানুষ (জনগণ) বেকুব নয়; বেকুব বিএনপি-জামায়ত।
MD.ABDUR RAHMAN
১০ জানুয়ারী, ২০১৯
জনগণের বিশ্বাস ভঙ্গ করা একটি দলের মন্ত্রীরা কার বিশ্বাস রাখলো কি রাখলো না তা নিয়ে দেশের মানুষের সিকি পয়সারও আগ্রহ নেই। ইতিহাসে আপসাদের নাম লেখা থকবে জনগণের সাথে প্রতারণা করার জন্য
নাম প্রকাশে অনিচ্ছুক
১০ জানুয়ারী, ২০১৯
তাহলে আত্মীয় স্বজন এবং গোপন জামায়তি সিন্ডিকেট থেকে সাবধান থাকতে হবে।