গাইবান্ধা-৩ আসনে আ. লীগের ইউনুস আলী জয়ী

প্রতিনিধি, গাইবান্ধা ২৭ জানুয়ারী, ২০১৯

আওয়ামী লীগ প্রার্থী ইউনুস আলী সরকার বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। ছবি: সংগৃহীতগাইবান্ধা-৩ (সাদুল্যাপুর ও পলাশবাড়ী) আসনের নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ইউনুস আলী সরকার বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। দুই উপজেলার ১৩২টি কেন্দ্রের ফলে ১ লাখ ২১ হাজার ১৬৩ ভোট পেয়ে জয়ী হন তিনি। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির (জাপা) প্রার্থী দিলারা খন্দকার শিল্পী পেয়েছেন ২৪ হাজার ৩৮৫ ভোট। রোববার রাত সোয়া নয়টার দিকে এই ফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আবদুল মতিন।

নির্বাচনে মোট পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। অন্য তিনজন হলেন—জাসদের এস এম খাদেমুল ইসলাম, ন্যাশনাল পিপলস্‌ পার্টির (এনপিপি) মিজানুর রহমান ও স্বতন্ত্র প্রার্থী আবু জাফর মো. জাহিদ। এই নির্বাচনে ঐক্যফ্রন্ট বা বিএনপি-জামায়াত কোনো প্রার্থী দেয়নি। জেলা বিএনপির সভাপতি মইনুল হাসান সাদিক বিএনপি থেকে মনোনয়নপত্র দাখিল করেছিলেন। ভোট কারচুপি ও অনিয়মের আশঙ্কায় গত ১০ জানুয়ারি তিনি প্রার্থিতা প্রত্যাহার করে নেন।

জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, এই আসনের ঐক্যফ্রন্ট সমর্থিত ধানের শীষের প্রার্থী ফজলে রাব্বী চৌধুরী গত বছরের ১৯ ডিসেম্বর অসুস্থতাজনিত কারণে মারা যান। ফলে এই আসনে ৩০ ডিসেম্বরের জাতীয় নির্বাচন স্থগিত করা হয়েছিল। ওই বছরের ২৩ ডিসেম্বর নির্বাচন কমিশন পুনঃতফসিল ঘোষণা করে।

নির্বাচন কমিশনার সূত্র জানায়, এখানে ১৩২টি কেন্দ্রে ১৩২ জন প্রিসাইডিং কর্মকর্তা, ৭৮৬ জন সহকারী প্রিসাইডিং কর্মকর্তা ও ১৫৭২ জন পোলিং কর্মকর্তা নিয়োগ করা হয়েছিল। এই আসনে মোট ভোটার ৪ লাখ ১১ হাজার ৮৫৪ জন।

এই জয়ের পর ৩০০ আসনের সংসদে এককভাবে আওয়ামী লীগের আসন সংখ্যা দাঁড়াল ২৫৭। আর আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের আসন সংখ্যা দাঁড়াল ২৮৮। কিশোরগঞ্জ-১ সংসদীয় আসনে ৩০ ডিসেম্বর ভোটে নির্বাচিত হন সৈয়দ আশরাফুল ইসলাম। কিন্তু শপথ নেওয়ার আগেই তিনি মারা যান। এই আসনে ২৮ ফেব্রুয়ারি ভোটগ্রহণ হবে।

মন্তব্য

  • image

    তাসলিমা বেগম

    ২৭ জানুয়ারী, ২০১৯

    এটা আবার ঘোষণা দিয়ে বলা লাগে নাকি? আমি তো নির্বাচনের ১০ দিন আগেই জানি তিনি পাস। শুধু ভাবছি উনি ওই সময় সবার সাথে শপথ নিয়ে নিলেই পারতেন। খামোকা কতগুলো টাকা নষ্ট

    • image

      শিপন England

      ২৭ জানুয়ারী, ২০১৯

      জঙ্গিদের হয়ে থাকলে অনেক সুবিধা আছে , আগেই জানাযায় অনেক কিছু ।

    • image

      নাম প্রকাশে অনিচ্ছুক

      ২৮ জানুয়ারী, ২০১৯

      আরে আগে শপথ নিলে সার্ক নির্বাচন পর্যবেক্ষক দলের মত পাতানো সংস্থা ও বিদেশিদের কি বলবে? একটা স্কুল টাইপের কিছু, কিছু মানুষের লাইনে দাঁড়ানো, ভোটের একটা মিডিয়া কাভারে্‌জ,এগুলো না থাকলে কেমন যেন লজ্জা লজ্জা লাগে। তাই এত আগে শপথ দেওয়া হল না।

  • image

    রিদওয়ান বিবেক

    ২৭ জানুয়ারী, ২০১৯

    সাংসদ আয়েনউদ্দিনের মতো একটা ভোজ দিয়েন বিজয় উৎসব হিসেবে।

    • image

      শিপন England

      ২৭ জানুয়ারী, ২০১৯

      আজিজ মার্কা হলে কেমন হত ?

  • image

    Mike Rundle

    ২৭ জানুয়ারী, ২০১৯

    ১ লাখ ২১ হাজার ১৬৩ ভোট? খবরে যে পড়লাম পোলিং বুথ খা খা করছে -সকাল থেকে মাত্র ১০০ টা ভোট পড়েছে ?

    • image

      নাম প্রকাশে অনিচ্ছুক

      ২৮ জানুয়ারী, ২০১৯

      ha ha ha

  • image

    নাম প্রকাশে অনিচ্ছুক

    ২৭ জানুয়ারী, ২০১৯

    লাঙ্গল ২৪ হাজার ৩৮৫ ভোট, হা..হা... এই আসনটি বরাবরই লাঙ্গল কমপক্ষে ১০-১২ হাজার ভোটে জিতত, ২০০৮ এও মনে হয় ৯৩ হাজার + ভোট পাইছিল।

  • image

    মনন

    ২৭ জানুয়ারী, ২০১৯

    একটি গুরুত্বপূর্ণ খবর পড়ে উৎফুল্ল হলাম!

  • image

    নাম প্রকাশে অনিচ্ছুক

    ২৭ জানুয়ারী, ২০১৯

    এবার কি বলবে বিনপি জামাত।এটা তো কোন রাতের ভোট ছিল না।আসলে নাচতে না জানলে উঠান বাকা।

    • image

      নাম প্রকাশে অনিচ্ছুক

      ২৮ জানুয়ারী, ২০১৯

      থাকলেই কি না থাকলেই কি...

  • image

    Shafiqul Islam

    ২৭ জানুয়ারী, ২০১৯

    What about the percentage of vote cast?

  • image

    FaruQue Khan

    ২৮ জানুয়ারী, ২০১৯

    এই নির্বাচন টা সুস্থই হয়েছে বলে আমার ধারনা। খালি খালি আপনারা ডরান। বড় নির্বাচনটা সুস্থ হলেও আওয়ামীলীগই জিততো। বিএনপি হয়তো ৩০/৩৫ টা সিট পাইতো। এত ডরাইলে কি চলে? জনগণের উপর ভরসা রাখেন।

  • image

    S. M mahabub Alam

    ২৮ জানুয়ারী, ২০১৯

    জনাব আশরাফের সিটের আওয়ামিলীগ মননিত প্রার্থী কে শপথ পড়িযে দেওয়া ভাল হবে। আপনি, আমি, সরকার দল, বিরোধী দল,খগেন, নগেন, যদু, মধু , আব্দুল, গাব্দুল, বাচ্চা ও শিশু সবাই জানে নির্বাচনের কেরামতি কি। খালি তামাশা আর রঙ্গ মশকারা। এত বিনোদন ভাল লাগে না বিশেষতঃ যখন দেখি এদিকে তামাশা করতে শত শত কোটি টাকা ব্যায় হছে আর বছর শেষে আমার পকেট থেকে আমার ই কষ্ট অর্জিত টাকা থেকে ট্যাক্স বাবদ মোটা টাকা কেটে নিচ্ছে। ইনকাম ট্যাক্সের কাটা অংক ও ৩০ তারিখের মত নির্বাচনের ব্যায় দেখে বুকে ব্যাথা হয়, বিশ্বাস করুন বি এন পি আওয়ামিলিগ বলে কথা না, বুকে ধাক্কা লাগে ফাও ব্যায় দেখে । ৮০০ কো---টি টাকা ব্যায়। আজিজ কমিশনারের সময় বি এন পি ও একই কাজ করেছিল।তবে সান্তনা, পরকালে আমার টাকার বেহুদা ব্যায়ের জন্য নির্বাচন কর্তৃপক্ষ ও জড়িত দের কাছ থেকে সওয়াব নিতে পারব বিপদে কাজে আসবে।

    • image

      নাম প্রকাশে অনিচ্ছুক

      ২৮ জানুয়ারী, ২০১৯

      A very good comment, vai.

  • image

    mohammad rahman

    ২৮ জানুয়ারী, ২০১৯

    লাখের ব্যবধানে জিততে না পারাটা এখন আওয়ামি লীগের প্রার্থীর জন্যে নৈতিক পরাজয় বলে বিবেচিত হবে

  • image

    নাম প্রকাশে অনিচ্ছুক

    ২৮ জানুয়ারী, ২০১৯

    এমনিতেই জিতার ব্যাখ্যা দিতে হচছে তার উপর আরও জিতা

  • image

    নাম প্রকাশে অনিচ্ছুক

    ২৮ জানুয়ারী, ২০১৯

    এমনিতেই আগের জিতার ব্যাখ্যা দিতে হচছে তার উপর আরও জিতা !!!!!!!

  • image

    নাম প্রকাশে অনিচ্ছুক

    ২৮ জানুয়ারী, ২০১৯

    পত্রিকা গুলাতে দেখলাম প্রায় সবগুলা কেন্দ্রেই কোনো ভোটারের উপস্থিতি ছিলনা।

  • image

    Mahbubur Rahman

    ২৮ জানুয়ারী, ২০১৯

    সারাদিন ভোট কেন্দ্র ফাঁকা খাঁ খাঁ অবস্থা তার পরেও এত ভোট!

  • image

    নাম প্রকাশে অনিচ্ছুক

    ২৮ জানুয়ারী, ২০১৯

    ভোট কাভারেজ পত্রিকায় দেখলাম না।

  • image

    Shah Asif Abdullah

    ২৮ জানুয়ারী, ২০১৯

    শিরোনামঃ গাইবান্ধা-৩ আসনে আ.লীগের ইউনুস আলী জয়ী রি-অ্যাকশনঃ তাই নাকি!

  • image

    BIR BAHADUR

    ২৮ জানুয়ারী, ২০১৯

    এমনিতেই আগের জেতার ব্যাখ্যা দিতে হচ্ছে, তার ওপর আরও জেতা! হা.. হা...

সব মন্তব্য