জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, জাতীয় ঐক্যফ্রন্ট ১০০ ভাগ ঐক্যবদ্ধ আছে। এ ছাড়া তিনি বলেন, ঐক্যবদ্ধ হয়ে লক্ষ্য অর্জন করা সম্ভব।
আজ বুধবার বিকেলে মতিঝিলের আরামবাগে গণফোরামের কেন্দ্রীয় কার্যালয়ে দলের জাতীয় কাউন্সিল উপলক্ষে প্রস্তুতি সভার বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ড. কামাল হোসেন এসব কথা বলেন। জাতীয় ঐক্যফ্রন্ট ঐক্যবদ্ধ আছে কি না, জানতে চান সাংবাদিকেরা। কামাল হোসেন বলেন, ‘জাতীয় ঐক্যফ্রন্ট তো ১০০ ভাগ ঐক্যবদ্ধ আছে। আমাদের ঐক্য তো ১৬ কোটি মানুষকে নিয়ে।’
গণফোরামের দুজন সদস্যের শপথ নেওয়া প্রসঙ্গে জানতে চাইলে দলটির সভাপতি বলেন, এসব বিষয়ে পরে সংবাদ সম্মেলন করে জানানো হবে। এ ছাড়া আজ একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ছিল। সংসদ বিষয়ে প্রশ্ন করা হলে কামাল হোসেন বলেন, কী হচ্ছে না হচ্ছে তিনি খোঁজ রাখছেন। এসব বিষয়ে পরে আলোচনা করে জানানো হবে।
জাতীয় ঐক্যের ওপর জোর দিয়ে কামাল হোসেন বলেন, জাতীয় ঐকমত্যে যেগুলো আছে সেগুলো তুলে ধরে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। জাতীয় সংগঠনের মাধ্যমে জাতীয় লক্ষ্য অর্জন সম্ভব বলে উল্লেখ করেন। তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি ঐক্যবদ্ধ হয়ে লক্ষ্য অর্জন করা সম্ভব।’ এ ছাড়া জেলায় জেলায় সবাইকে সংগঠিত করা হবে বলেও জানান।
প্রস্তুতি সভায় আরও উপস্থিত ছিলেন গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী, রেজা কিবরিয়া, মোকাব্বির খান প্রমুখ।
ঐক্যফ্রন্টের ব্যানারে নির্বাচন করা গণফোরামের সুলতান মোহাম্মদ মনসুর ও মোকাব্বির খান সম্প্রতি বলেছেন, তাঁরা সংসদে যাওয়ার ব্যাপারে ইতিবাচক। তবে ড. কামাল এ ব্যাপারে এখন পর্যন্ত কিছু জানাননি। ঐক্যফ্রন্টের অন্যতম দুটি শরিক বিএনপি ও গণফোরামের সিদ্ধান্ত সংসদে না যাওয়ার। বিএনপি থেকে নির্বাচিত ৬ সদস্যের কেউই দলীয় অবস্থানের বাইরে গিয়ে কোনো কথা বলেননি।
ডাকসুর সাবেক ভিপি ও আওয়ামী লীগের সাবেক নেতা সুলতান মোহাম্মদ মনসুর একাদশ জাতীয় সংসদে নির্বাচন করেন বিরোধী শিবির ঐক্যফ্রন্ট থেকে। তিনি গণফোরাম থেকে মনোনয়ন নিয়ে ধানের শীষ প্রতীকে মৌলভীবাজার-২ আসন থেকে নির্বাচিত হন। গণফোরামের প্রেসিডিয়াম সদস্য মোকাব্বির খান ঐক্যফ্রন্টের ব্যানারে উদীয়মান সূর্য প্রতীক নিয়ে নির্বাচিত হন সিলেট-২ আসন থেকে।
মন্তব্য
মন্তব্য করুন প্রথমআলো.কম এ
নাম প্রকাশে অনিচ্ছুক
৩০ জানুয়ারী, ২০১৯
এই সভায় বিএনপির কেউ ছিল না?
রাজিব
৩০ জানুয়ারী, ২০১৯
না বুঝেই যেখানে সেখানে হাত ডুকিয়ে দেন, সভাটা গণফোরামের।
ahmed Mozaffar
৩০ জানুয়ারী, ২০১৯
স্যার ২ জন যদি সংসদে যোগ দেয়, তা হলে তো আপনাদের খুজেই পাওয়া যাবে না ।
আন্দালিব
৩০ জানুয়ারী, ২০১৯
ভেজাল জগাখিচুড়ি দিয়ে বেশিদিন ঐক্য চলেনা। মুখে মুখে যত ঐক্যের অভিনয়ই চলুক না কেন, এটি ভাঙ্গা সময়ের বাপার।
নাম প্রকাশে অনিচ্ছুক
৩০ জানুয়ারী, ২০১৯
সুলতানের সাথে আপনারা কোন শর্তে ঐক্য করেছেন?
নাম প্রকাশে অনিচ্ছুক
৩০ জানুয়ারী, ২০১৯
সত্যি বলতে কি-ডঃ কামাল হোসেনই এখন বিএনপিকে টেনে নিয়ে যাচ্ছেন। নচেৎ এত বিশাল পরাজয়ের পর বিএনপি জিন্দা লাশে পরিনত হয়ে গেছে।
Shazzadul Islam Sahil
৩০ জানুয়ারী, ২০১৯
যেহেতু দেশের কল্যাণের আপনাদের কোনো ভূমিকা নাই এবং আপনাদের দ্বারা হবেও না! তাই যতদিন পারেন ঐক্যবদ্ধ থাকুন, এতে আপনাদের দেশবিরোধী আচার আচরণ ধরতে সুবিধা হবে!
নাম প্রকাশে অনিচ্ছুক
৩০ জানুয়ারী, ২০১৯
গনফোরামের নেতৃত্ব থেকে কামাল হোসেন কে বাদ দিয়ে ওই দুই নির্বাচিত সাংসদের একজনকে আনা হোক।
ahmed
৩০ জানুয়ারী, ২০১৯
দলের প্রতীক, মনোনয়ন নিয়ে নির্বাচন করে যদি দলের নির্দেশ অমান্য করে, তবে তাদের দল থেকে বহিষ্কার করা উচিত । আর দল থেকে বহিষ্কার হলে তারা সংসদ সদস্যর পদ হারাবেন ।।
নাম প্রকাশে অনিচ্ছুক
৩০ জানুয়ারী, ২০১৯
কর্মসূচী না দিয়ে শুধু ঐক্য দিয়ে কি হবে??
রাজিব
৩০ জানুয়ারী, ২০১৯
অবস্থা দেখে মনে হচ্ছে ড কামাল হোসেন আওয়ামী লীগকে দৌড়ের উপর রেখেছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক
৩০ জানুয়ারী, ২০১৯
ওরে বাব্বা, মনে হচ্ছে আওয়ামী লীগকে হাপিয়ে উঠাবেই!
নাম প্রকাশে অনিচ্ছুক
৩০ জানুয়ারী, ২০১৯
আওয়ামী লীগকে নাকি বিএনপিকে দৌড়ের উপর রেখেছে?
Ghotok Ferdous. E-mail: [email protected]
৩০ জানুয়ারী, ২০১৯
এই সভায় বিএনপির লোকজনকে তো দেখতে পাচ্ছি না।
এম সোহেল
৩০ জানুয়ারী, ২০১৯
'আজ বুধবার বিকেলে মতিঝিলের আরামবাগে গণফোরামের কেন্দ্রীয় কার্যালয়ে দলের জাতীয় কাউন্সিল উপলক্ষে প্রস্তুতি সভার বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ড. কামাল হোসেন এসব কথা বলেন। ' রিপোর্ট না পড়েই মন্তব্যকারিদের এই এক সমস্যা।
নাম প্রকাশে অনিচ্ছুক
৩০ জানুয়ারী, ২০১৯
সভাটা গণফোরামের।
Ghotok Ferdous. E-mail: [email protected]
৩১ জানুয়ারী, ২০১৯
সভাটা ছিল জাতীয় কাউন্সিল উপলক্ষে গণফোরামের। কিন্তু ওখানে জাতীয় কাউন্সিল বা গণফোরাম সম্পর্কে কোন কথা বা আলোচনা হয়নি। ডঃ কামাল হোসেনও কিছু বলেন নি আর সংবাদিকরাও কোন প্রশ্ন করেন নি। কথা যা হয়েছে, সব ঐক্যফ্রন্টকে নিয়ে। ঐক্যফ্রন্ট নিয়ে কথা হলে, সেখানে বিএনপির প্রশ্ন আসবে না?
ahmed
৩০ জানুয়ারী, ২০১৯
১ দফা ১ দাবী । অবিলম্বে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চাই । মানুষ বাঁচান , দেশ বাঁচান ।।
Zunaid Ahmed
৩০ জানুয়ারী, ২০১৯
মানুষ, দেশ দুটোই বেচে আছে।শান্তিতে ৫ বছর ঘুমান।দুঃস্বপ্ন দেখে লাভ নাই।
নাম প্রকাশে অনিচ্ছুক
৩০ জানুয়ারী, ২০১৯
দেশের ষোল কোটি মানুষই আপনাদের সাথে ঐক্য করেছে???
নাম প্রকাশে অনিচ্ছুক
৩০ জানুয়ারী, ২০১৯
We together are power....
নাম প্রকাশে অনিচ্ছুক
৩০ জানুয়ারী, ২০১৯
দেশে গণতন্ত্রের কিছুটা অভাব রয়েছে তা মানলাম। কিন্তু তাই বলে যুদ্ধাপরাধী জামাত আর দুর্নীতিবাজ তারেকের মতো লোকদের সাথে হাত মেলানো বড্ড বেমানান দেখায়।
নাম প্রকাশে অনিচ্ছুক
৩০ জানুয়ারী, ২০১৯
জামায়াত প্রশ্নেও ঐক্যবদ্ধ?
নাম প্রকাশে অনিচ্ছুক
৩০ জানুয়ারী, ২০১৯
নৈতিকতা কোথায়???
নাম প্রকাশে অনিচ্ছুক
৩০ জানুয়ারী, ২০১৯
বর্তমানে কে বেশি আগাইয়া ? কার কোথায় আপনার বেশি মজা লাগে ? ড. কামাল নাকি এরশাদ ?
নাম প্রকাশে অনিচ্ছুক
৩০ জানুয়ারী, ২০১৯
এরশাদ নাকি কামাল কে বেশি জনপ্রিয় এখন ?
নাম প্রকাশে অনিচ্ছুক
৩০ জানুয়ারী, ২০১৯
আসুন আমরা সবাই মিলে এরশাদ ভাই এর শূন্য স্থানটা ডাঃ কামালকে দিয়ে পুড়ন করি। ডাঃ কামাল সাহেব চেসটার কোনই ত্রুটি করছেন না।
SHAMEEM
৩১ জানুয়ারী, ২০১৯
১৬ কোটির মধ্যে কি আওয়ামিলীগের লোকজন ও হিসাবে ধরেছেন?
Kabid Ahmed
৩১ জানুয়ারী, ২০১৯
আমাদের ঐক্য তো ১৬ কোটি মানুষকে নিয়ে .
Shahidul Islam
৩১ জানুয়ারী, ২০১৯
ড. কামাল, কাদের সিদ্দিকী আর আসম রবের শুধু বড় বড় কথা।
তাসলিমা বেগম
৩১ জানুয়ারী, ২০১৯
নিজ দলের বিদ্রোহীদের বিরুদ্ধে ডা. কামালের আরও শক্ত অবস্থান নিতে হবে।
Aminul
৩১ জানুয়ারী, ২০১৯
ড. কামাল হোসেন কত বছর যাবত গণফোরামের সভাপতি? উনার দলেও কি হালকা একটু গণতন্ত্র চর্চা করা যায় না?