বগুড়া-৬ আসনের নির্বাচনে অংশ নেবে বিএনপি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা ১৪ মে, ২০১৯

মির্জা ফখরুল ইসলাম শপথ না নেওয়ায় শূন্য হওয়া বগুড়া-৬ আসনের নির্বাচনে অংশ নেবে বিএনপি। একই সঙ্গে জাতীয় সংসদে আনুপাতিক হারে পাওয়া একটি সংরক্ষিত নারী আসনেও মনোনয়ন দেবে দলটি। গতকাল সোমবার সন্ধ্যায় ২০-দলীয় জোটের বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শরিকদের এ কথা জানিয়েছেন।

২০ দলের শরিক ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ প্রথম আলোকে বলেন, ‘সংরক্ষিত নারী আসন এবং বগুড়া-৬ আসনের নির্বাচনে বিএনপি প্রার্থী দেবে বলে বৈঠকে আমাদের জানানো হয়েছে।’

বিএনপির পাঁচজন সাংসদ শপথ নিলেও মির্জা ফখরুল ইসলাম শপথ নেননি। আগামী ২৪ জুন তাঁর আসনে (বগুড়া-৬) নির্বাচন হবে। জানা গেছে, বিএনপি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিলেও এখনো প্রার্থী ঠিক করেনি। সংরক্ষিত আসনের প্রার্থীও চূড়ান্ত হয়নি।

বৈঠকে উপস্থিত একাধিক সূত্র জানায়, বৈঠকে একাদশ সংসদ নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে বিএনপির সাংসদদের শপথ নেওয়ার বিষয়ে শরিক দলের অনেকে প্রশ্ন তোলেন—এত দিন যে তাঁরা বর্তমান সংসদকে ‘অবৈধ’ বলে আসছেন, এখন তাঁরা কী বলবেন। জবাবে বৈঠকে উপস্থিত বিএনপির দুই নেতা বলেছেন, রাজনৈতিক কৌশল থেকে সংসদে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

একটি শরিক দলের প্রধান প্রথম আলোকে বলেন, জবাবে ২০–দলীয় জোটের সমন্বয়ক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, বিএনপির যাঁরা সংসদে যোগ দিয়েছেন, তাঁরাও বলেছেন ৩০ ডিসেম্বর ভোটের আগের রাতে ডাকাতি হয়েছে। সুতরাং এ সংসদ অবৈধ।

জানা গেছে, বৈঠকে আন্দালিভ রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) সম্প্রতি জোট ছেড়ে যাওয়ার বিষয়টিও আলোচনায় ওঠে। এ সময় কয়েকটি শরিক দলের নেতারা বলেন, আন্দালিভকে বিএনপি সব সময় তাঁর অবস্থানের চেয়েও গুরুত্ব দিয়েছে।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে বৈঠকে আরও উপস্থিত ছিলেন জাতীয় পার্টি (কাজী জাফর) মোস্তফা জামাল হায়দার, এলডিপির রেদোয়ান আহমেদ প্রমুখ।

আরও পড়ুন:
বৃহত্তর ঐক্য গড়ার সিদ্ধান্ত ২০–দলের
ফখরুলের আসনে ভোট ২৪ জুন
ফখরুলের আসন শূন্য ঘোষণা

 

 

মন্তব্য

  • image

    সাঈদ, মুক্তিযোদ্ধা

    ১৪ মে, ২০১৯

    Why the election again by BNP? No end of their game?

  • image

    নাম প্রকাশে অনিচ্ছুক

    ১৪ মে, ২০১৯

    এইসব কি রাজনীতি করেন ? বিএনপির কর্মীরাই আপনাগোরে রাজনীতি থেকে বের করে দিবে।

  • image

    Md. Moshfiqul Alam

    ১৪ মে, ২০১৯

    বিএনপির জন্য এটা একটা ভাল সিদ্ধান্ত, দলকে বাচিঁয়ে রাখার সিদ্ধান্ত। তবে একটা কথা মনে রাখা ভাল শুধু নির্বাচনে অংশগ্রহণ করলেই চলবে না, জনগণের আস্তা ফিরিয়ে এনে আসন জিততে হবে, মনোনয়ন বাণিজ্য করলে হবে না।

  • image

    abir

    ১৪ মে, ২০১৯

    তামাশা, না রাজনৈতিক চাল ?

  • image

    ABUL KHAIR

    ১৪ মে, ২০১৯

    বিএনপির ধ্বংশ অনিবার্য।

  • image

    নাম প্রকাশে অনিচ্ছুক

    ১৪ মে, ২০১৯

    তাহলে কেন শপথ নিলো না

    • image

      নাম প্রকাশে অনিচ্ছুক

      ১৪ মে, ২০১৯

      বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করবে।। মির্জা ফখরুল নয়।

    • image

      Masud Kounik

      ১৪ মে, ২০১৯

      জনগণের টাকাতো নিজেরা সেই ভাবে মেরে খেতে পারছে না , তাই খরচের একটা উপায় বের করেছে আরকি । ”ভাড়ামো” নাটক করে একই আসনে নির্বাচন কমিশনের দিয়ে জনগণের টাকা দুইবার খরচ করানো; এর হিসাব জনগণ কড়াই গন্ডায় উসুল করবেই । এত কেবল শুরু ..... সামনে আরো আসছে দিন , “দিনে দিনে বহু বাড়িয়াছে দেনা শুধিতে হইবে ঋণ ”।

  • image

    ananda aladin

    ১৪ মে, ২০১৯

    চলিতেছে সার্কাস!

  • image

    Md. Geasuddin Ahmed

    ১৪ মে, ২০১৯

    “২০–দলীয় জোটের সমন্বয়ক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, বিএনপির যাঁরা সংসদে যোগ দিয়েছেন, তাঁরাও বলেছেন ৩০ ডিসেম্বর ভোটের আগের রাতে ডাকাতি হয়েছে। “- Why other BNP candidates were slept at that night? Now they woke up for Bogra-6 again. Hope sensible peoples of Bogra should not participate with their nasty game again & again.

  • image

    নাম প্রকাশে অনিচ্ছুক

    ১৪ মে, ২০১৯

    Good

  • image

    নাম প্রকাশে অনিচ্ছুক

    ১৪ মে, ২০১৯

    রাজনৈতিকভাবে কতটা দেউলিয়া বিএনপি তা প্রমাণ হচ্ছে।

  • image

    নাম প্রকাশে অনিচ্ছুক

    ১৪ মে, ২০১৯

    Pls Show the Election system again how do cast vote wait and see

  • image

    msIqbal

    ১৪ মে, ২০১৯

    এইটা একটা দল না নার্কাস পার্টি!? একবার কয় খেলুম আরেকবার কয় খেলুম না! খালি এরশাদের দোষ! ....... খালেদা জিয়া কারাগারে, তারেক জিয়া দেশান্তরে, কোকো জিয়া লোকান্তরে, পাগলের মাথা খারাপ হলে তবেই সে বিএনপি করে!

  • image

    নাম প্রকাশে অনিচ্ছুক

    ১৪ মে, ২০১৯

    ফাইযলামির একটা সীমা থাকা দরকার;;;

  • image

    নাম প্রকাশে অনিচ্ছুক

    ১৪ মে, ২০১৯

    সঠিক সিদ্ধান্ত।।

  • image

    Zahid Hasan

    ১৪ মে, ২০১৯

    বিএনপি দেশের জন্য নাকি দলের জন্য রাজনীতি করে কে জানে!!!

    • image

      নাম প্রকাশে অনিচ্ছুক

      ১৪ মে, ২০১৯

      অন্ততপক্ষে রাতে ব্যালট বাক্স যাতে না ভরতে হয় সেই রাজনীতি করে৷

  • image

    Md. Obidul Hoque

    ১৪ মে, ২০১৯

    ফাইযলামির একটা সীমা থাকা দরকার

  • image

    আলী হোসেন বিদ্যুৎ

    ১৪ মে, ২০১৯

    এরা এদেশের মানুষকে খুব বোকা মনে করে।

  • image

    Masud Kounik

    ১৪ মে, ২০১৯

    নাটকের কোন দৃশ্য ! এটাকে বলে ট্রাজেডী অংশের অম্ল-মধুর দৃশ্য । ছাল চামড়া সবই খাব তবে একটু নাটক করে খাব । এরশাদ চাচার বয়স বেশি হয়ে গিয়েছে তো, তাই নাটকের দায়িত্ব এখন বিএনপির ।

  • image

    Qamrul Islam

    ১৪ মে, ২০১৯

    সংসদে না যাওয়া পর্যন্ত বিএনপির সিদ্ধান্ত সঠিকই মনে হয়েছে।কিন্তু এখন যেসব সিদ্ধান্ত নিচ্ছে তাতে সন্দেহ হচ্ছে দলটা আসলেই কি রাজনীতি বুঝে নাকি।এই সিদ্ধান্তে একটা পাগল হাসবে।

  • image

    নাম প্রকাশে অনিচ্ছুক

    ১৪ মে, ২০১৯

    মশকারির একটা সীমা থাকা দরকার। আবারো যদি নির্বাচনে অংশগ্রহণ করতে হয়, তাহলে জেতার পরে শপথ না নিয়ে আসন শূন্য করলেন কেন?

  • image

    আবুযর গিফারী

    ১৪ মে, ২০১৯

    ধিক্কার জানাই বিএনপিকে। আসন ছেড়ে দিয়ে আসন নিয়ে লড়াই করা পাগল ছাড়া অন্যকারো কাজ হতে পারে না।

  • image

    নাম প্রকাশে অনিচ্ছুক

    ১৪ মে, ২০১৯

    বিএনপি যে হিসাবে বগুড়া-৬ তথা খালেদা জিয়ার আসনের উপনির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, সেটা সঠিক। সরকারের খেলাটা ছিল খালেদা জিয়ার আসনে মির্জা ফখরুলকে জিতিয়ে নিয়ে আসা, এবং যে কোন পদ্ধতিতে তাকে সংসদ সদস্য হিসাবে শপথ পড়ানো। কিন্তু বিএনপি ঠিক কাজ করেছে। তারা কারাবন্দী খালেদা জিয়ার আসনটি খালি রাখার সিদ্ধান্ত নিয়েছে। সেই সিদ্ধান্ত থেকেই তারা এই উপনির্বাচনে যাবে। যদি সরকার হিরো আলম-কে জিতিয়ে আনে, তাহলে তো কথাই নাই। আর যদি সরকার সে পথে না হাঁটে, তাহলে বিএনপি-র উচিৎ হবে পুনরায় শপথ না নিয়ে আসনটি খালি রাখার ব্যবস্থা করা।

  • image

    Noor

    ১৪ মে, ২০১৯

    এখন BNP-তে যা হচ্ছে তা হল তাদের পূর্বের সকল জঘন্য সব অপকর্মের সূক্ষ বিচার।অবশ্যই মহান আললাহর ইচ্ছায়।তারপর লন্ডনী বদমাইশের পরিনামও দখতে পারব।

  • image

    Debobroto Goswami ( Los Angeles )

    ১৪ মে, ২০১৯

    এটা আবার কেমন রাজনীতি ? অনেকটাই খলইয়ের মাছ নদীতে ছেড়ে দিয়ে আবার ধরার চেষ্টা। বি এন পির একজন দক্ষ লিডারের খুব দরকার।

  • image

    ABDUL MAJID QUAZI

    ১৪ মে, ২০১৯

    Even I dislike to comment about this party.

  • image

    নাম প্রকাশে অনিচ্ছুক

    ১৪ মে, ২০১৯

    বাংলাদেশের রাজনীতি হল এলজেব্রার ফর্মুলার মত, মনে করি x এর মান -- -- --!! যখন যেমন, তখন তেমন ফর্মুলা একটা বসিয়ে নিলেই হল। আর ইদানীং হয়েছে নতুন এক চরিত্র হনন ফর্মুলা, 'রাজনীতিতে শেষ কথা বলে কিছু নাই"!!! এরমধ্যে ফেলে সব অন্যায় জায়েজ করা আরকি!!

  • image

    আবুল বাহার

    ১৪ মে, ২০১৯

    একটা সময় আমাদের ছেলে–মেয়েরা ইতিহাস পড়বে, বাংলদেশে বিএনপি নামক একটা দল ছিল। যে দলটি তিনবার ক্ষমতায় থাকার পরও রাজনীতি শিখতে পারেনি। তবুও কিছু লোক আবেগের বশে দলটার জন্য হাহুতাশ করত।

সব মন্তব্য