বগুড়া-৬ আসনের নির্বাচনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ পাঁচজনের মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছিল। এর মধ্যে খালেদা জিয়ার মনোনয়নপত্র জমা না দেওয়ার জন্য দলীয় সিদ্ধান্ত হয়েছে। ফলে খালেদা জিয়া বাদে বাকি চারজন মনোনয়নপত্র জমা দেবেন।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান বুধবার প্রথম আলোকে বলেন, মনোনয়নপত্র পাঁচজন তুললেও কাল (বৃহস্পতিবার) দলের চেয়ারপারসন বাদে বাকিরা মনোনয়নপত্র জমা দেবেন। তিনি বলেন, মঙ্গলবার বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বগুড়া জেলা বিএনপির নেতাদের সঙ্গে টেলিফোনে বৈঠকে করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেখানে বগুড়ার নেতাদের দাবির পরিপ্রেক্ষিতে চেয়ারপারসনের মনোনয়নপত্র কেনার সিদ্ধান্ত হয়। তবে আজ (বুধবার) চেয়ারপারসনের মনোনয়নপত্র জমা না দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
বগুড়া-৬ আসনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বগুড়া জেলা বিএনপির আহ্বায়ক জি এম সিরাজ, পৌরসভার মেয়র মাহবুবুর রহমান, জেলা বিএনপির সাবেক সভাপতি রেজাউল করিম ও সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন।
প্রসঙ্গত, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ আসনে জিতেছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি থেকে নির্বাচিত অন্য সদস্যরা শপথ নিলেও মির্জা ফখরুল শপথ নেননি। ফলে ওই আসন শূন্য থাকায় আগামী ২৪ জুন ফের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
মন্তব্য
মন্তব্য করুন প্রথমআলো.কম এ
নাম প্রকাশে অনিচ্ছুক
২২ মে, ২০১৯
এটাও একটা কৌশল!
Sayem Hussain Shanto
২৩ মে, ২০১৯
অদ্ভুত!
Ziaul Haque
২৩ মে, ২০১৯
Another U turn
নাম প্রকাশে অনিচ্ছুক
২৩ মে, ২০১৯
বিএনপি যে রাজনৈতিক মাইনকার চিপায় পরছে সেখান থেকে একমাত্র কলেরা ছাড়া তারে আর কেউ উদ্ধার করতে পারবে না। দরকা এই মুহুর্তে শুধু মাত্র "রাইস স্যালাইন"।
নাম প্রকাশে অনিচ্ছুক
২৩ মে, ২০১৯
নাম প্রকাশে অনিচ্ছুক এটাও একটা কৌশল!
নাম প্রকাশে অনিচ্ছুক
২৩ মে, ২০১৯
৩০ লক্ষ শহীদের সাথে বেঈমানি, ক্ষমতায় থেকে ক্ষমতার অপব্যবহার, এতিমের সম্পদ আত্মসাৎ অবশেষে বিচার প্রক্রিয়ায় সাজাপ্রাপ্ত আসামী। এতো সুন্দর গুণের অধিকারীনি হয়ে জনগণের কাছে কোন মূখে ভোট চাইতে যাইবে ? লজ্জা শরম বলতেতো একটা ব্যাপার আছে আর সে জন্যই হয়তো পিছুটান ।
Mizanur Rahman
২৩ মে, ২০১৯
বগুড়া-৬ আসনের নির্বাচনে বেগম খালেদা জিয়া বা তারেক যে লড়ুক জামানত বাজেয়াপ্ত হবে। দেশের জনগণের নিকট এখন বিএনপি নামের দলটি প্রাইমারি স্কুল কমিটির মত। ওদের নীতি আদর্শ বলতে কিছু নাই।
Shams Shahariar
২৩ মে, ২০১৯
বিএনপিতে কি রাজনীতি করার মত জ্ঞান কারো নেই ! ম্যাডামের নমিনেশন কিনলো কোন সাহসে বা বুদ্ধিতে । আওয়ামী লীগ কি ম্যাডামকে জিততে দেবে । তিনশ আসন পাহাডা দেয়া সোজা না । এটার সময় যখন বিএনপি কিছু করতে পারেনি, তাহলে এই একমাত্র আসন আওয়ামী লীগের কেড়ে নিতে কোন কষ্ট করা কি লাগবে ।
Shams Shahariar
২৪ মে, ২০১৯
সমস্যা কোথায় !
S. M. Abdul Haque
২৩ মে, ২০১৯
বিএনপির কৌশল দেখতে দেখতে আমরাও কৌশলী হয়ে গেলাম।
Md. Fokir
২৩ মে, ২০১৯
BNP মাঠে মারা গেলো শুধু তারেকের ভুল সিদ্ধান্তের জন্যে l যেখানে BNP থেকে শপথ নিলো না মীর্যা ভাই , সেই আসনে আবার BNP মনোনয়ন পত্র তোলে l হাসির খোরাক হলো রে ভাই .................
নাম প্রকাশে অনিচ্ছুক
২৩ মে, ২০১৯
কি একটা অদ্ভুত ব্যাপার! বিএন পি সিটটা পেল। ছেড়ে দিল, আবার পাবার জন্য ভোট করছে!
Rupom
২৩ মে, ২০১৯
ভালই হল ,নাটক একটু কম হবে।
msIqbal
২৩ মে, ২০১৯
বিএনপির উচিত কেক আপার লাচ্ছি আর আনারসের তৈরী 'ভালোবাসার জুস' খাইয়া তিলে তিলে মইরা যাওয়া!