বিএনপির রুমিন বেসরকারিভাবে নির্বাচিত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা ২৮ মে, ২০১৯

রুমিন ফারহানাএকাদশ জাতীয় সংসদে সংরক্ষিত একটি নারী আসনে বিএনপির মনোনীত প্রার্থী রুমিন ফারহানাকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। আজ মঙ্গলবার যাচাই-বাছাইয়ের পর রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশনের (ইসি) যুগ্ম সচিব মো. আবুল কাসেম রুমিন ফারহানাকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন।

ইসির যুগ্ম সচিব মো. আবুল কাসেম প্রথম আলোকে বলেন, ‘আজ মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছিল। যেহেতু তিনি প্রত্যাহার করেননি। তাই তাঁকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে।’

একাদশ সংসদে বিএনপির পাঁচজন সাংসদ রয়েছেন। সেই হিসেবে সংরক্ষিত আসনের একটিই পাবে বিএনপি। আর রুমিন ফারহানা হতে যাচ্ছেন তাঁদের নারী সাংসদ।

পেশায় আইনজীবী ও বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানাকে একাদশ সংসদ নির্বাচনের সময় ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে মনোনয়ন চেয়েছিলেন। কিন্তু ওই আসনে উকিল আবদুস সাত্তারকে বিএনপি মনোনয়ন দেয়। তিনি ভোটে বিজয়ী হন।

মন্তব্য

  • image

    শিপন England

    ২৮ মে, ২০১৯

    বিনা ভোটে তিনি অনেক বকেছেন ইনি ?

  • image

    Rupom

    ২৮ মে, ২০১৯

    বিএনপি তার চেয়েও বেশী দক্ষ ও অভিজ্ঞ কাউকে মনোনয়ন দিতে পারত!

    • image

      রহমান সাহেব

      ২৮ মে, ২০১৯

      কাকে দিতে পারত?

    • image

      Md. Faruk Hossain

      ২৮ মে, ২০১৯

      লাভ কি হত? সেই খবরের কমেন্ট সেকশনে গিয়েও আপনি একই কমেন্ট করতেন।

  • image

    msIqbal

    ২৮ মে, ২০১৯

    আল্লাহর মাইর দুনিয়ার বাইর! বিনা ভোটের এমপির বিরুদ্ধে শ্লোগান দিয়ে মুখে ফেনা তোলা রুমিনা এখন নিজই বিনা ভোটের এমপি!

    • image

      রহমান সাহেব

      ২৮ মে, ২০১৯

      সংরক্ষিত আসনে নির্বাচন হয় না যে ভোট হবে। বাঙ্গালী জাতীর এত বুদ্ধিমান সদস্য এতদিন কোথায় ছিল?

    • image

      msIqbal

      ২৯ মে, ২০১৯

      লেখাপড়া ছাড়া বুদ্ধিমান হলে যা হয়! সংরক্ষিত আসনেও ভোট হওয়ারই নিয়ম। পলিসি করেই একক প্রার্থী দেয়া হয়!

  • image

    আবুল বাহার

    ২৮ মে, ২০১৯

    নির্বাচন কমিশন অবৈধ, নির্বাচন অবৈধ, সংসদ অবৈধ, সংসদ সদস্যরা অবৈধ, রুমিন ফারহানা আপনি বৈধ হলেন কি? কোথায় আপনার নীতিকথা? কোথায় আপনার বাক বাকুম পায়রা টকশো কথন?

  • image

    নাম প্রকাশে অনিচ্ছুক

    ২৮ মে, ২০১৯

    এমপি হৈ তে সবার ইচ্ছা। শুধু শীত কালের ওয়াজ উনি গরমকালে দিয়ে ফেলেছিলেন আর কি।

  • image

    Farid Miah

    ২৮ মে, ২০১৯

    এগিয়ে যান

সব মন্তব্য